
দীপককুমার দাসঃ
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ সোমবার সিউড়ি মসজিদ মোড়ে ২০১৬ সালে প্যানেল ভুক্ত যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষকর্মীদের চাকরিতে বহাল রাখার দাবিতে ও নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির জেলা সম্পাদক সহ জেলা কোষাধ্যক্ষ আশিস গড়াই বলেন, মূল দাবি যোগ্যতা সম্পন্ন দের চাকরিতে বহাল রাখার। পাশাপশি নিয়োগ দুর্নীতিতে যুক্ত সমস্ত অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। রাজ্য সরকারকে স্পস্ট করতে হবে তাদের অবস্থান। কাদের বাঁচাতে চাইছেন তারা।
রাজ্য সরকারের শিক্ষা দপ্তর শিক্ষক নিয়োগে যে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে তা এরাজ্যের সর্বোচ্চ দুর্নীতি। যে দুর্নীতিতে প্রায় গোটা শিক্ষা দপ্তর জড়িত। এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রী কারাগারে। এ লজ্জা রাজ্যবাসীর মুখ পুড়িয়েছে। পরীক্ষা না দিয়ে, সাদা খাতা জমা দিয়ে, নম্বর বাড়িয়ে, নিউম্যারিক্যাল পোষ্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে। মহামান্য হাইকোর্ট বারবার বলা সত্বেও সরকার বা শিক্ষা দপ্তর অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয় নি।আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি। এদিনের সংহতি সভায় উপস্থিত ছিলেন সহ সম্পাদক বজেল রহমান, জেলা নেতৃত্ব অন্নদা শংকর মন্ডল, সুকান্ত ব্যানার্জী, শ্যামরঞ্জন ঠাকুর, নব চৌধুরী সহ মহকুমা ও জোনের নেতৃবৃন্দ।