
দীপককুমার দাসঃ
রবিবার শীতের সন্ধ্যা গিটারের সুরছন্দে মাতিয়ে দিলো সিউড়ির স্টিংস্ এর শিক্ষার্থীরা। সিউড়ির সিধু কানহু মঞ্চে চর্তুদশ বর্ষপূর্তির অনুষ্ঠানে গিটারে অনুরণিত হলো পুরনো দিনের জনপ্রিয় গান।

স্টিংস্ এর কর্ণধার মিতুন চক্রবর্তীর পরিচালনায় শতাধিক ছাত্র ছাত্রীদের সমবেত আবার কখনো একক গিটার বাদন মুগ্ধ করলো উপস্থিত শ্রোতাদের।

