বীরভূম-ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় বিপুল বিস্ফোরক উদ্ধার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাটের অদূরে জঙ্গলের ভিতর থাকা পুরোনো পরিত্যক্ত একটি ঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ। গোপন সূত্রে খবর পেয়ে আজ ৭ জানুয়ারী সকালে বীরভূম জেলা এনফোর্সমেন্টের একটি টিম সেখানে হানা দেয়। উদ্ধার করে ২০ হাজার ডিটোনেটর ও ১৫ হাজার জিলেটিন স্টিক। কী কারণে কে বা কারা ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন! এদিন সকালে বিশাল বাহিনী নিয়ে রামপুরহাটের হস্তিকাদা এলাকার বনের ভিতর পৌঁছালে সেখানে ছোট পরিত্যক্ত ঘর দেখতে পাওয়া যায়। সেই ঘরের ভিতর ঢুকতেই আধিকারিকরা হতবাক। পেটিতে পেটিতে সাজানো ছিল ওইসব বিস্ফোরক পদার্থ। পেটির ভিতর থেকে ডিটোনেটর ও জিলেটিন স্টিক উদ্ধার হয়। সূত্রের খবর এদিন ২২ পেটি জিলেটিন স্টিক ও ৬ বাক্স ডিটোনেটর উদ্ধার হয়েছে। ওই জঙ্গলের অপর পারে বীরভূম সংলগ্ন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। সেখান থেকে এই বিস্ফোরক এ জেলায় নিয়ে আসা হতো, নাকি মজুত বিস্ফোরক ঝাড়খন্ডে পাচার হতো সে নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাছাড়া রামপুরহাট সন্নিহিত এলাকায় একাধিক বেআইনি পাথরখাদান আছে। এই বিস্ফোরক দিয়ে অবৈধভাবে পাথর কাটার অভিযোগ উঠে আসছে। স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসাবাদ করছে দপ্তরের আধিকারিকরা। এই বিস্ফোরক উদ্ধারের পর শুরু হয়েছে তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *