
দীপককুমার দাসঃ
মঙ্গলবার রাত্রি ৮টা নাগাদ সেকেড্ডা থেকে ডেউচা যাবার রাস্তায় একটি রাইস মিলের কাছে ক্যানেল পাড়ে শুট আউটের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার এক মহিলার মৃত্যু হয়েছে। ঐ মহিলার নাম সুচিত্রা বাগ্দী। একটি বাইকে করে স্বামী সন্দীপ দাসের সঙ্গে সেকেড্ডা গোড়পাড়ার বাপের বাড়ি থেকে হিংলোয় শ্বশুর বাড়ি ফিরছিলেন ঐ মহিলা। ঐ মহিলার পরণে ছিল জিন্সের প্যান্ট ও লাল রঙের জ্যাকেট। ক্যানেল পাড়ের নির্জন স্থানে দুস্কৃতিদের গুলি লাগে স্ত্রীর মাথায়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন কাদা জলে-এমনই দাবি স্বামীর। ছিনতাই এ বাধা দেওয়ার জন্য গুলি করা হয়েছে বলে স্বামী দাবি করলেও স্বামীর সাদা রঙের অ্যাপোচী বাইক বা কোনো জিনিস দুষ্কৃতীরা নেয়নি। আর এখানেই রহস্যের গন্ধ পাচ্ছেন এলাকাবাসীরা। জানা গেছে গত সাত মাস আগে বিয়ে হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

