
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের। এলাকায় শোকের ছায়া। গতকাল ৭ জানুয়ারী সন্ধ্যায় চাতরা- মুরারই রাস্তায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আজিজ সেখের। অন্য আরেকজন আরিফ হোসেনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। দুজনেরই বাড়ি মুরারই ব্লকের গুসকিরা। ট্রাক্টর টিকে আটক করে পুলিশ।