
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের চাতরা গ্রাম পঞ্চায়েতের বটিয়া গ্রামের খাসপাড়ায় আজ ৯ জানুয়ারী দুপুরে একটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হলো। বাড়ির মালিক আকিবুর রহমানের বাড়িতে এদিন কেউ ছিল না। সে অবস্থায় আগুন লাগে এবং পুরো বাড়িটা ভস্মীভূত হয়ে যায়। তবে কোনো প্রাণহানি ঘটেনি। বাড়িটি ছিল টিনের। বাড়ির ভিতরে কাঠ,খড় রাখা ছিল। তাতেই আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন ধরেছে তা জানা যায়নি। আগুন লাগার পরেই গ্রামের মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চলে,পরে অবশ্য দমকল বাহিনী ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসে।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম