
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম এলাকায় কয়লা খনি নির্মাণের জন্য বেআইনিভাবে জমি কেনা বেচার অভিযোগে ১০ জানুয়ারী পথে নামলো গ্রামবাসীরা। ওই এলাকায় কয়লা উত্তোলনের জন্য একটি বেসরকারি সংস্থা বরাত পেয়েছে। কিন্তু তারা কোনো প্যাকেজ ঘোষণা না করে মানুষকে ভুল বুঝিয়ে ব্যক্তিগতভাবে জমি ক্রয় করছে বলে এলাকার মানুষের অভিযোগ। এদিন বিকেলে স্থানীয় কৃষিজমি রক্ষা কমিটির ঝর্ণা মঞ্চ থেকে একটি মিছিল ওই এলাকা পরিক্রমা করে। গ্রামের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ এই মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।লোবা, বাবুপুর, বরারি এমন সব গ্রামের মানুষজন এই মিছিলে পা মেলান। উল্লেখ্য, ওই এলাকার মাটির নিচেই রয়েছে উন্নত মানের কয়লা। জমিদাদাদের জমির ন্যায্য দাম, পুনর্বাসন, চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে এখানে কয়লা খনি গড়ে উঠতে পারেনি। সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি বেসরকারি সংস্থাকে কয়লা উত্তোলনের বরাত দিয়েছে। রাজ্য সরকারের কোন অনুমতি না নিয়েই তারা গ্রামের এলাকায় অফিস খুলে জমিদাতাদের ভুল বুঝিয়ে জমি ক্রয় করছে বলে কৃষি জমি রক্ষা কমিটির অভিযোগ। কমিটির সম্পাদক জয়দীপ মজুমদার জানিয়েছেন, “আমরা শিল্পের বিরোধী নই”। যেমন ভাবে ডেউচা- পাঁচামি কয়লা খনি নির্মাণ হচ্ছে তেমন নিয়মে এই এলাকার কয়লা খনি গড়ে উঠুক। কিন্তু জমি দাতাদের অন্ধকারে রেখে কয়লা খনি শিল্পাঞ্চল আমরা নির্মাণ করতে দেব না। বীরভূম জেলা প্রশাসন এবং জেলা শাসকের মাধ্যমে জমিদাতাদের পুনর্বাসন দিয়ে নির্মাণ হোক লোবা কয়লা খনি।
