
সেখ রিয়াজুদ্দিনঃ
আদিবাসী সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় উৎসব বাদনা পরব। যা প্রতিবছর বাংলা ২৫ পৌষ থেকে শুরু হয় এবং পৌষ সংক্রান্তিতে তার সমাপ্তি ঘটে। সেরূপ এ বছর ও শুরু হয়েছে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে বাদনা পরব। সে উপলক্ষে আগে ভাগেই বাড়ির দেওয়াল সেজে উঠেছে বিভিন্ন রং বেরঙের নানান চিত্র। পাঁচদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পূজার্চনা থেকে ধামসা মাদল বাজিয়ে নাচ গান, শুভেচ্ছা বিনিময় ইত্যাদি রীতি অনুযায়ী পালিত হয়ে থাকে। পাশাপাশি কম বেশি প্রতি বাড়ির সকল সদস্যদের মধ্যে নতুন কাপড় পরার রেওয়াজ। সেই প্রেক্ষিতে লোকপুর থানার আবেদনে গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড নামক ভাদুলিয়ায় অবস্থিত বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থার সহযোগিতায় নাকড়াকোন্দা পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর ও দেবগঞ্জ গ্রামের প্রায় পাঁচ শতাধিক আদিবাসী মহিলাদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়। উল্লেখ্য বাইরে থেকে আগত উক্ত গ্রামের আত্মীয় স্বজনদের মধ্যেও শাড়ি বিতরণ করা হয়। বাদনা পরব উপলক্ষে আদিবাসী সমাজের প্রতি সম্মান জানাতেই এরূপ উদ্যোগ বলে সংস্থার পক্ষ থেকে জানা যায়। শাড়ি বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ,গোকুয়েস্ট সলিউশন প্রাইভেট লিমিটেড সংস্থার ম্যানেজিং কমিটির সদস্য সন্দীপ দত্ত, প্রজেক্ট ম্যানেজার বিধানচন্দ্র খাঁ, স্থানীয় সমাজসেবী মনোজ মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।পরবের মধ্যে নতুন শাড়ি পেয়ে স্বভাবতই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পায় গ্রামবাসীদের মুখে।