
সেখ রিয়াজুদ্দিনঃ
বীরভূম জেলার দেওচা-পাচামির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি প্রসাশনিক মিটিং থেকে সরাসরি বীরভূম জেলা শাসকের উপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। বীরভূম জেলা শাসক থেকে শুরু করে বেশ কয়েকটি থানার আইসিদের নাম করে তাদের প্রতি সতর্ক বার্তা শোনান। পাশাপাশি জেলার মধ্যে অবৈধভাবে বালি পাচারের বিষয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই প্রসঙ্গের রেশ মিটতে না মিটতেই জেলা পুলিশ সুপার পদে রদবদল। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি কে বদলির। জেলা পুলিশ সুপার থেকে বদলি করে ট্রাফিক এসপি পশ্চিমবঙ্গ পদে বহাল করেছেন। পাশাপাশি আমনদীপ আইপিএস পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার থেকে বদলি হয়ে বীরভূম জেলা পুলিশ সুপার পদে আসীন হন। অন্যদিকে একই আদেশ নামায় আইপিএস সায়ক দাসকে এস এস, সিআইডি, পশ্চিমবঙ্গ থেকে পূর্ব বর্ধমান জেলার এসপি পদে বসানো হয়েছে বলে জানা যায়।