
শম্ভুনাথ সেনঃ
কৃষি নির্ভর বীরভূম। ৭০ শতাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। চাষীদের সঙ্ঘবদ্ধ করা, তাদের আয় বৃদ্ধি এবং উৎপাদিত ফসল সরকারি মূল্যে বিক্রির ব্যবস্থা সেইসঙ্গে কৃষকদের ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ এমন নানাবিধ লক্ষ্যে “নাবার্ডে’র” আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে গড়ে উঠেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের বেলসারা গ্রামে “দুবরাজপুর এগ্রো ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড”। ২০২৩ সালের ১৩ই মার্চ ৩৫০ জন চাষীদের নিয়ে এই সংস্থা এগিয়ে চলেছে। গতকাল এই চাষীদের নিয়ে সন্নিহিত দুবরাজপুর জাতীয় সড়ক সংলগ্ন “পুষ্টি বাগান” পরিদর্শন করা হয়। সেখানে জৈব সারে ধান ও সবজি চাষ, পশুপালন, মাশরুম উৎপাদন, ঢেঁকি ছাটা চাল প্রস্তুত, বর্জ্য প্লাস্টিক দিয়ে পিচের রাস্তা তৈরি, কেঁচো সার উৎপাদন এমন বহুবিধ প্রকল্প চাষীদের হাতে-কলমে দেখানো হয়। যাতে আগামী দিনে এই চাষীরা উন্নত প্রযুক্তিতে জৈব চাষে যুক্ত হতে পারে। সেজন্যই এই পরিদর্শন বলে জানিয়েছেন এই সংস্থার সম্পাদক কাজল মণ্ডল।উল্লেখ্য, জেলা পরিষদ ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় ৪৫ বিঘা জায়গার উপর ২০২২ সালে এই “পুষ্টিবাগান” গড়ে উঠেছে। স্বনির্ভর গোষ্ঠীর ১৫ জন আদিবাসী মহিলা সহ মোট ২৮ জন কর্মী এই সংস্থায় কাজ পেয়েছে বলে জানিয়েছেন সংস্থার সম্পাদক বাসুদেব পাল। এদিন কৃষক সমাজের গুণধর মন্ডল, ভূতনাথ ঘোষ, সাধন মন্ডল, বীরেন সরকাররা এই পুষ্টিবাগান পরিদর্শন করে খুশি ব্যক্ত করেন।
