
সেখ রিয়াজুদ্দিনঃ
অগ্নিযুগের বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী সর্বোপরী গ্রামগড়ার কারিগর পান্নালাল দাশগুপ্তর ২৬ তম স্মরণ সভা অনুষ্ঠিত হয় রবিবার। তারই প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা রাজনগর ব্লকের আবাদনগর গ্রামে অবস্থিত “টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট”- রাজনগর-খয়রাশোল শাখার কার্যালয়ে । সেই সাথে পান্না বাবুর ছায়াসঙ্গী তথা গ্রাম গড়ার কারিগর হিসেবে পরিচিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষার অধ্যাপক সাইজি ম্যাকিনোর ও ১৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণসভা অনুষ্ঠিত হয় একই সাথে। পান্না বাবুর রাজনৈতিক, সামাজিক কর্ম বিষয়ক আলোচনা পর্ব চলে দীর্ঘক্ষন। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে বলেন পান্না বাবু চেয়েছিলেন গঠনমূলক বিপ্লব।তিনি আমৃত্যু চিন্তায়,কর্মে বিশ্বস্ত থেকেছেন।এছাড়াও তিনি বিপ্লবের নায়ক, গ্রাম গড়ার কারিগর, অসাধারণ এক স্রষ্টা বলে অভিহিত করেন বক্তারা। এদিন অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি গান কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। তাছাড়াও পান্নালাল দাশগুপ্ত ও সাইজি ম্যাকিনোর লেখা বিভিন্ন পত্রপত্রিকা,বই সহ নানান দুষ্প্রাপ্য ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে আগত সমস্ত ব্যাক্তিদের দুপুরে খিচুড়ি, পায়েস খাওয়ানো হয়। সর্বশেষে অধ্যাপক সাইজি ম্যাকিনোর উপর একটি তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার আহসান কামাল, অবসরপ্রাপ্ত শিক্ষক সন্তোষ কর্মকার ও কানাইলাল মন্ডল, সমাজসেবী নূপুর চক্রবর্তী, ডা: দিলীপ দাস,সাংবাদিক উত্তম মন্ডল, সংস্থার রাজনগর – খয়রাসোল শাখার আধিকারিক প্রকাশ সিনহা সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে আজকের কর্মসূচি ও স্মরনীয় ব্যাক্তিদ্বয়ের ব্যাপারে বিস্তারিত বিবরণ দেন টেগোর সোসাইটির কর্মী চন্দ্রকান্ত দত্ত।
