
উত্তম মণ্ডলঃ
বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রামের চণ্ডীনগর পাড়ায় প্রায় দুশো বছর ধরে আয়োজিত হয়ে আসছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষলক্ষ্মীর পুজো। চণ্ডীনগর পাড়ার প্রায় ৭০ টি চাষি পরিবার মিলে এই পূজা করে আসছেন। মাটির মূর্তিতে পুজো হয়। এই পৌষলক্ষ্মীর বিশেষত্ব হচ্ছে লক্ষ্মীপ্রতিমার উপরে থাকেন শ্রীবিষ্ণু, তাঁর বাঁদিকে সরস্বতী এবং ডান দিকে মা গঙ্গা। পাড়ার সরস্বতী মন্দিরের স্থাপিত বেদীতেই এই পুজো হয়। একসময় ছিল প্রচুর আড়ম্বর। এখন সে সব না থাকলেও আজও ভক্তি-নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে আসছে দুশো বছরের প্রাচীন এই পুজো। উদ্যোক্তাদের তরফে এই পুজো সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নিশাপতি ঘোষ।