
শম্ভুনাথ সেনঃ
সেই পুরনো ঐতিহ্য নিয়ে গতকাল ১৩ জানুয়ারী জয়দেবের বাউল মঞ্চে সরকারিভাবে মেলা উদ্বোধন হয়। আজ ১৪ জানুয়ারী ভোরে অজয় নদে মকর সংক্রান্তির পুণ্যস্নানে হাজার হাজার মানুষের ভিড়। বেলা বাড়তে মেলা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে জয়দেব মেলা বেশ জমজমাট। এই মেলা বীরভূমের সবচেয়ে প্রাচীন এবং বড় মেলা। অজয় নদের বুকেও কয়েক’শ আখড়ায় বাউলের পাশাপাশি শুরু হয়েছে কীর্তন গান। কবে থেকে এ মেলার উৎপত্তি তা বলা বড় কঠিন! তবে গীতগোবিন্দের রচয়িতা দ্বাদশ শতকের কবি জয়দেবকে নিয়ে এমন ঐতিহ্যবাহী একটি মেলা, যা আজও সমান জনপ্রিয়। আবেগ উৎসাহ আর উদ্দীপনায় দুপুরে লক্ষ লক্ষ ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে কেন্দুলীতে।


আখড়ায় আখড়ায় বাউল আর কীর্তনের সুরে মুখরিত জয়দেব কেন্দুলির আকাশ বাতাস। উল্লেখ্য, বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে অজয় নদীর কূলে বসেছে এই মেলা। গতকালই সরকারি বাউল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে এবার এই জয়দেব মেলা সরকারি মেলা হিসেবে ঘোষিত হয়েছে।সরকারিভাবে মেলা চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।মেলা দর্শনার্থীদের জন্য অস্থায়ী শৌচাগার, পানীয় জলের ব্যবস্থার পাশাপাশি বাড়ানো হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা।লাগানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা। অজয়ের তীর জুড়ে মেলা বসলেও হাজার হাজার ভক্ত পুণ্যার্থীর ঢল নেমেছে জয়দেব স্মৃতিবিজড়িত রাধা বিনোদের মন্দিরে। আজ থেকে ৩৪২বছর পূর্বে ১৬৮৩ খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দিরটি নির্মাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে। আজ প্রতিটি আখড়ায় মেলা দর্শনার্থীদের জন্য ছিল অন্নকুটের ব্যবস্থা।
