
শম্ভুনাথ সেনঃ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূমের রামপুরহাট সরকারী পলিটেকনিক কলেজে উৎসাহ আর উদ্দীপনায় ১৩-১৪ জানুয়ারী দুদিনের বার্ষিক উৎসব শেষ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক তথা এই পলিটেকনিক কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সৌরভ পাণ্ডে সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। হাতে-কলমে শিক্ষা এবং ডিগ্রী শেষে জীবিকার দিশা দিতে ২০১৫ সালে এই সরকারি পলিটেকনিক কলেজটি প্রতিষ্ঠিত হয়। সিভিল, সার্ভেয়ার, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা ডিগ্রিতে পাঠরত রয়েছে ৩৬২ জন ছাত্র-ছাত্রী। প্রতি বছরের ন্যায় এবছরও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উৎসবকে স্মরণীয় করতে ছাত্র-ছাত্রীরা এদিন রক্তদান শিবিরের আয়োজন করে। শিক্ষক শিক্ষাকর্মী ও পড়ুয়া মিলিয়ে মোট ৩৮ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। ক্রীড়া প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও পুরস্কার। সেই সঙ্গে Entrepreneurship Development Programme এর সার্টিফিকেট প্রদান করা হয়। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা অংশগ্রহণ করে নৃত্য ও গানে। ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় আগ্রহ ও উৎসাহ দানে এবছর থেকে এই পলিটেকনিকে তিনটি বিভাগের প্রথম স্থানাধিকারীদের Master Md. Afsar Ali Memorial Academic Award-2024 প্রদান করা হয়। এ তথ্য জানিয়েছেন কলেজের প্রিন্সিপাল ইনচার্জ অধ্যাপক ড. আব্দুল আয়াজ। আজ ১৪ জানুয়ারী শেষ দিনে কলেজ অঙ্গনে খাদ্য মেলার (Food Fest) আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক, অধ্যাপক থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
