বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বৈষ্ণবতীর্থ জয়দেব কেন্দুলী মেলা আজ ১৫ জানুয়ারি পরিদর্শন করেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং দেশের উত্তর-পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি প্রথমেই জয়দেব মেলায় রাধাবিনোদ মন্দিরে পুজো দেন। পরে মেলার বিভিন্ন আশ্রম-আখড়া ঘুরে দেখেন। সাধারণ মেলা দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ দলীয় নেতৃত্ব। তারপর তিনি ভারতীয় জনতা পার্টির স্টলে উপস্থিত হন।

দুপুরে প্রসাদ গ্রহণ করেন রামকৃষ্ণ সেবাশ্রম আখড়ায়। এখানেই সাংবাদিকদের মুখোমুখি তিনি কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে তৃণমূল সরকারকে তুলোধুনা করেন। জনগণের সম্পত্তি লুঠে মুখ্যমন্ত্রীও ভাগ পাচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি। বালি, কয়লা লুট হচ্ছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। রাজ্যের সম্পত্তি রক্ষা এবং সমস্যা সমাধানে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে তৃণমূলের চুরির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আক্ষেপের সঙ্গে তিনি বলেন এই জয়দেব মেলা ঢুকতেও গাড়ি বাস যাত্রীদের টিএমসি ট্যাক্স দিতে হয়েছে। কুম্ভ মেলায় কোনো ট্যাক্স নেই। যোগ্য শিক্ষকদের চাকরি করে বজায় থাকুক অন্যদিকে অযোগ্যদের বাতিল করতে হবে বলে তিনি দাবি তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *