
শম্ভুনাথ সেনঃ
বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গল থেকে আসা পশ্চিম বর্ধমান জেলা ও অজয় নদ পেরিয়ে দুটি দাঁতাল পুরুষ হাতি ঢুকে পড়েছে বীরভূমে। এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ ১৭ জানুয়ারী সকাল থেকেই দুটি হাতিকে জয়দেব মোড় সংলগ্ন এলাকায় দেখা যায়। তা দেখতে বহু কৌতুহলী মানুষের ভিড় জমে। তবে তাণ্ডব বা ক্ষয়ক্ষতি করার কোনো খবর পাওয়া যায়নি। ২ জেলার বনকর্মী, রেঞ্জার, ডি এফ ও এবং জেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নজরদারী শুরু করেছেন। হাতি যাতে লোকালয়ে আসতে না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। উল্লেখ্য, এই দুটি হাতি গতকাল রাত্রি সাড়ে এগারটা নাগাদ পশ্চিম বর্ধমানের মলানদিঘি জঙ্গলে ঢুকেছে বলে খবর। ঘটনাস্থল থেকে ঠিক ৮ কিলোমিটার দূরে বৈষ্ণব তীর্থভূমি জয়দেব কেন্দুলীত চলছে বাউলমেলা। তাই যাতে মেলা সংলগ্ন এলাকায় হাতি প্রবেশ না করে তার জন্য পুলিশ প্রশাসন, বনদপ্তর এবং দমকল বাহিনীর কর্মীরা সজাগ। শেষ পর্যন্ত প্রশাসন ও বনদপ্তর এর তৎপরতায় ঘুম পাড়ানি গুলি করে হাতি দুটিকে নিয়ন্ত্রণে আনে বনকর্মীরা। ক্রেনের সাহায্যে হাতি দুটিকে ট্রাকে তুলে বনে নিয়ে যাওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর পাওয়া গেছে। বাঁকুড়া জেলার বনদপ্তর এর ডি এফ ও সাংবাদিকদের মুখোমুখি সেকথা জানান।