৪৩ তম “বীরভূম জেলা বইমেলা” এবার অনুষ্ঠিত হচ্ছে বোলপুরে

শম্ভুনাথ সেনঃ

৪৩ তম বীরভূম জেলা বইমেলা শুরু হচ্ছে আগামী ২১-২৭ জানুয়ারি, ২০২৫। এবার এই ৭ দিনের বইমেলা বসবে বোলপুর পুরশহরের ডাকবাংলো মাঠে। বীরভূম জেলা সমাহর্তা বিধান রায় এক সাংবাদিক সম্মেলনে আজ ১৭ জানুয়ারী এ তথ্য জানিয়েছেন। জেলা বইমেলার উদ্বোধক হিসেবে আসছেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী। ২১ জানুয়ারি দুপুর দুটোই এই বইমেলার উদ্বোধন হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়। সেই সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধক্ষ্য ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়, এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল সহ বিশিষ্টজনেরা। এবার মেলায় ৭০ থেকে ৮০ টি স্টল দেওয়া হবে। তার মধ্যে ৭ টি স্টল থাকবে ইংরেজি ভাষা সংক্রান্ত বই ক্রয় বিক্রয়ের জন্য। তাছাড়া ধর্মীয় স্টল থাকবে চারটি। প্রতিদিনই থাকবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিশুদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *