
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট রেললাইনে কয়লা বোঝায় একটি মালগাড়ি লাইনচ্যুত হলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। আজ ১৮ জানুয়ারী বেলা ১০ টা নাগাদ বীরভূমের তারাপীঠ রোড রেলস্টেশন সংলগ্ন এলাকায় কয়লা বোঝাই মালগাড়ির একটি বগির সামনের চারটি চাকা রেল লাইন থেকে নিচে নেমে যায়। একটি চাকা ভেঙ্গে বগির মধ্যে ঢুকে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। যথাশীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়ার, আধিকারিক সহ রেলকর্মীরা। দ্রুতগতিতে কাজ শুরু হয়ে যায়।জানা গেছে অণ্ডাল থেকে কয়লা বোঝায় ওই মালগাড়িটি রামপুরহাটের দিকে যাচ্ছিল। সেই সময় তারাপীঠ রোড রেল স্টেশনের কাছে ডাঙ্গাল রেল গেটের কাছে মালগাড়ির ১৯ নম্বর বগির সামনের চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়েই রামপুরহাট থেকে রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায়। কি কারনে মালগাড়িটি লাইনচ্যুত হলো সেই বিষয়টি খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে দ্রুত গতিতে কাজ শুরু করে দেয় রেলকর্মীরা। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি তবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়।