
শম্ভুনাথ সেনঃ
দেশমাতৃকার প্রতি সম্মান ও আগামী দিনে দেশ সেবার কাজে আত্মনিয়োগের স্বপ্ন পূরণে এনসিসি পড়ুয়াদের নিয়ে ৮ দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান, এন. সি.সি সিউড়ির উদ্যোগে এই বার্ষিক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে। ১১-১৮ জানুয়ারী ৮ দিনের এই প্রশিক্ষণ শিবিরে জেলার সিউড়ি বিদ্যাসাগর, হেতমপুর কৃষ্ণচন্দ্র, নলহাটি হীরালাল সাঁইথিয়া অভেদানন্দ এমন ৬ টি কলেজ এবং ষাটপলশা, ইটাগড়িয়া, কোটাসুর এমন ১৪ টি স্কুলের ৩৫৫ এনসিসির ছাত্র-ছাত্রীরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে। ২৬ জন আর্মি ফৌজি এইসব প্রশিক্ষণরত পড়ুয়াদের ট্রাফিক কন্ট্রোল, অগ্নি নির্বাপন, ফায়ারিং, ম্যাপ রিডিং, জাম্পিং এমন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। সেই সঙ্গে সাত দিন ধরেই ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিনোদনমূলক দড়ি টানাটানি,
দৌড়,খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৫ জানুয়ারী “সেনা দিবস’টি” স্মরণীয় করতে ভারতের সশস্ত্র বাহিনী জাতির জন্য তাদের অপরিমেয় আত্মত্যাগকে সম্মান জানাতে ভিন্ন স্বাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পড়ুয়াদের মধ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঁইথিয়া অভেদানন্দ কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম সেন, কলেজের পরিচালন সমিতির সভাপতি দেবাশীষ সাহা, ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার কর্নেল অনিরুদ্ধ ওয়ালে সহ গভর্নিং বডির অন্যান্য সদস্য অধ্যাপক,লঅধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।
