
শম্ভুনাথ সেনঃ
বিজ্ঞানসম্মত উপায়ে প্রাণী পালনের মধ্য দিয়ে কিভাবে সংসার ও সমাজের উন্নতি করা যায় সে সম্পর্কে সচেতনতা দিতে আজ ১৮ জানুয়ারী বীরভূমের মুরারইতে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিভিন্ন প্রকার প্রাণী পালন যেমন গবাদি পশু গরু, ছাগল সহ হাঁস-মুরগি ইত্যাদি পালনে দুধ, ডিম, মাংস থেকে আয় এনে দিতে পারে সে সম্পর্কে প্রাণীপালকদের বোঝানো হয়। পারিবারিক অর্থনৈতিক অবস্থার উন্নতিতে নতুন প্রযুক্তির সাহায্যে বর্তমানে কিভাবে পশুপালন করা প্রয়োজন সে সম্পর্কেও বার্তা দেন প্রশিক্ষকরা। উল্লেখ্য, প্রাণী পালন কৃষির সাথে সংযুক্ত, যেমন গবাদি পশু থেকে উৎপাদিত গোবর কৃষিতে ব্যবহার করা যায়, যা মাটি উর্বর করতে সহায়ক। এছাড়া, কিছু প্রাণী যেমন মুরগি বা হাঁস পোকামাকড় নিয়ন্ত্রণে সাহায্য করে। জাতীয় প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে মুরারই ১ নং পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে প্রাণীপালকদের নিয়ে সারাদিন চলে এই সেমিনার। বীরভূমের রামপুরহাট, মুরারই, নলহাটি এলাকার ৬০ জন প্রাণীপালক নারী-পুরুষ উভয়েই এই সেমিনারে অংশগ্রহণ করেন। কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে উন্নত পদ্ধতির সাহায্যে পশু পালন করা যায় এবং আর্থিক লাভ বেশি হবে সে সম্পর্কে এদিন মূলত সচেতন করা হয়। পুরো প্রশিক্ষণ শিবির পরিচালনা করেন মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ দপ্তরের বিভাগের আধিকারিক তথা চিকিৎসক অচিন্ত্য মহান্তি।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম