“নদী বাঁচাও, জীবন বাঁচাও” এমন ভাবনা নিয়ে পর্যবেক্ষণ সাইকেল র‍্যালি শুরু হল বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

নদী আমাদের মায়ের মতো। নদীকে ঘিরে আমাদের যত সভ্যতার ইতিহাস। ইদানিং সেই নদীর গতিপথ হারিয়ে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে স্বাভাবিক বৃষ্টি নেই। অবিরত বালি তোলার ফলে নদীর বুকে গজিয়ে উঠছে গাছপালা। এমন সময়ে নদী বাঁচানোর ভাবনায় সমাজ সচেতন মানুষজনদের কাছে বার্তা দিতে বীরভূমের “কুশকর্ণী নদী সমাজে’র” প্রকৃতিপ্রেমী সদস্যরা পথে নেমেছেন। সহযোগিতার হাত বাড়িয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, প.ব.আদিবাসী ও লোকশিল্পী সংঘ।

“নদী বাঁচাও, জীবন বাঁচাও” এমন ভাবনা নিয়ে আজ ১৮ জানুয়ারী বীরভূমের সিউড়ি সংলগ্ন ময়ূরাক্ষী নদী বাঁধ তিলপাড়া এলাকা থেকে সাইকেল র‍্যালির সূচনা হয়। ডাঃ স্বপন মন্ডল পতাকা নাড়িয়ে এই যাত্রা শুভ সূচনা করেন। বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া এমন ন’টি জেলার বিভিন্ন নদী ছুঁয়ে এই যাত্রা শেষ হবে আগামী ২৯ জানুয়ারি কলকাতায়। প্রকৃতি ও পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে ৭০০ কিমি যাত্রা পথে নদী তীরবর্তী মানুষজনের সঙ্গে কথা বলবেন এই পর্যবেক্ষকরা। উপস্থিত ছিলেন রাজ্যের “নদী বাঁচাও জীবন বাঁচাও” আন্দোলনের সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *