
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মকর সংক্রান্তির জয়দেব মেলা শেষ হয়েছে। ১৩-১৬ জানুয়ারি সরকারি ভাবে ৪ দিনের মেলা হলেও এখনো চলছে ভাঙা মেলা। এই ক’দিনে লক্ষ-লক্ষ দর্শনার্থীদের ভিড়ে নোংরা ও আবর্জনায় ভরে ওঠে এলাকা। মেলা ভাঙার পর এক পক্ষকাল অতিষ্ঠ হয়ে যান স্থানীয় মানুষজন। তবে সমাজ কল্যাণের লক্ষ্যে পুণ্যভূমি জয়দেব-কেন্দুলির এই মেলা স্বেচ্ছায় পরিষ্কার করার কাজে হাত লাগিয়েছে “শ্রী সত্য সাঁই সেবা সংস্থা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সরকারিভাবে জয়দেব মেলা পরিষ্কারের বরাত থাকলেও খুঁটিনাটি পরিষ্কারের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতি থেকেই যায়। আজ ১৯ জানুয়ারী শ্রী সত্য সাঁই সেবা সংস্থার ১০০ জনের একটি সেবাদল জয়দেব মেলার বিভিন্ন প্রান্ত ঝাঁটা হাতে সাফাই করেন। পরিষ্কার করেন অলি-গলি, নালা-নর্দমা পর্যন্ত। সাদা পোশাক পরিহিত সংস্থার এই কর্মীরা ঝাঁটা-বালতি ও ঠেলাগাড়ি নিয়ে নোংরা মুক্ত করেন মেলা প্রাঙ্গণের বিভিন্ন এলাকা। বিনা পারিশ্রমিকে এমন স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষের নজর কাড়ে। তাঁদের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। জয়দেব-কেন্দুলির মেলা ছাড়াও পাথরচাপুরির দাতাবাবার মেলা, তারাপীঠে কৌশিকী অমাবস্যার পর, মল্লারপুর নিমিতলা মেলায় সংস্থার সেবাদল পরিছন্নতার কাজে অংশ নেয়। সমাজকে স্বচ্ছ থাকার বার্তা দিতে তাদের এই অভিযান বলে জানিয়েছেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কোঅর্ডিনেটর চন্দ্রশেখর মুখার্জি।