
দীপককুমার দাসঃ
আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিউড়ির চাঁদমারী ময়দানে। সেখানে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিধান রায়।

এরপর তিনি তার ভাষণে বিভিন্ন প্রকল্পে বীরভূম জেলার বিভিন্ন দিক তুলে ধরেন। তারপর বাহিনী পরিদর্শনের পর শুরু হয় প্যারেড। পুলিশের বিভিন্ন বাহিনী, সিভিক ভলান্টিয়ার, বিদ্যাসাগর কলেজের এন সি সি বিভাগ সহ বিভিন্ন স্কুল এই কুচকাওয়াজে অংশ গ্রহণ করে। সরকারী বিভিন্ন দপ্তর তাদের ট্যাবেলো প্রর্দশণ করে। এরপর বিভিন্ন দলের নৃত্য, যোগানৃত্য ও রাঁশবেঁশে নৃত্য পরিবেশিত হয়।
