
দীপককুমার দাসঃ
আজ প্রজাতন্ত্র দিবসের দিন সিউড়ির শ্রী অরবিন্দ ইনষ্টিটিউট ফর সাইটলেস স্কুল দৃষ্টিহীন পড়ুয়াদের যাতে পড়াশুনায় সুবিধার্থে মাননীয় জেলা শাসক বিধান রায় মহাশয় পড়ুয়াদের হাতে তুলে দিলেন ব্লু টুথ স্পিকার।


এদিন তিনি চাঁদমারী ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সেরে উপস্থিত হন সিউড়ির ডাঙালপাড়ার শ্রী অরবিন্দ ইনষ্টিটিউট ফর সাইটলেস স্কুলে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। তারপর একটি বোরিং সাব মার্সিবাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


তারপর দৃষ্টি হীন ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলিত হন। তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান। তাদের গান শোনেন। শেষে তিনি নিজে ছাত্র ছাত্রীদের সঙ্গে গানে গলা মেলান। তাদের হাতে ব্লু টুথ স্পিকার তুলে দেন ও পাশে থাকার বার্তা দেন। জেলা শাসকের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক সুপ্রতীক সিনহা। জেলা শাসক ও সদর মহকুমা শাসককে কাছে পেয়ে ছাত্র ছাত্রীরা আবেগপ্রবণ হয়ে উঠে।
