
সেখ রিয়াজুদ্দিনঃ
মদের নেশা, সর্বনাশা। নেশা থেকে দূরে থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন করুন- এরূপ নানান সচেতনতা মূলক শ্লোগান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। পাশাপাশি পথ নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকেও বলা হয় সাবধানে চালান, জীবন বাঁচান। নেশা করে গাড়ি চালাবেন না। এবার শুধু শ্লোগানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নেশাগ্রস্ত চালকদের আটকাতে পথে নামলো পুলিশ। জানা যায় লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এলাকার পরিবেশ পরিস্থিতিকে সামনে রেখে নেশাগ্রস্ত চালকদের সন্ধানে অভিযানে নামার কৌশল অবলম্বন করেন। সেই মোতাবেক লোকপুর থানার উদ্যোগে এবং দুবরাজপুর থানা ট্রাফিকের সহযোগিতায় রবিবার সন্ধ্যায় লোকপুর নিচু বাসস্ট্যান্ডে শুরু হয় নেশাগ্রস্ত চালকদের পরীক্ষা-নিরীক্ষার কাজ। এদিন পথচলতি সমস্ত গাড়ি থামিয়ে চালক নেশাগ্রস্ত চেকিং মেশিনের সাহায্যে চালকের ফু নেওয়া হয়। যেখানে চালক নেশাগ্রস্ত কিনা ফু দেওয়ার ফলে ধরা পড়বে। উল্লেখ্য নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর ফলে অনেক সময় দূর্ঘটনার শিকার হতে হয়। যার প্রেক্ষিতে এরূপ কর্মসূচি বলে জানা যায়। নেশাগ্রস্ত শনাক্তকরণ অভিযানে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার ট্রাফিক এএসআই বিপিন চন্দ্র ঘোষ এবং লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়াররা।
