সিউড়ী সবুজের অভিযানে স্মরণ শ্রদ্ধায় কাঞ্চন সরকার

সনাতন সৌঃ

আজ ২৮ জানুয়ারী বিকেল ৪টে ৩০মিনিটে সিউড়ী ইয়ং নাট্য সংস্থার উদ্যোগে ও সবুজের অভিযানের সহযোগিতায় নয়াপ্রজন্ম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক তথা সবুজের অভিযানের অন্যতম কর্ণধার প্রয়াত কাঞ্চন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বসুন্ধরা মঞ্চে ভাব গম্ভীর পরিবেশে। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কাঞ্চন সরকারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, বিশিষ্ট ইতিহাস গবেষক সোমনাথ মুখোপাধ্যায়, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মহম্মদ ইয়াসিন আখতার, সিউড়ি সবুজের অভিযানের প্রতিনিধি জবা সরকার সহ কাঞ্চন প্রেমী গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রমনীমোহন ভট্টাচার্য।

অনুষ্ঠানে কাঞ্চন সরকারের কথা, কবিতা ও গানের মাধ্যমে তাঁর জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়। প্রয়াত কাঞ্চন সরকারের কর্মজীবনের বিভিন্ন দিকের কথা স্মৃতি চারণ করেন বিশিষ্ট সাহিত্যিক তথা গবেষক ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্য অভিনেতা রজ কুমার সাহা, বিশিষ্ট সাংবাদিক সোমেশ্বর বড়াল প্রমুখ। এরপর সমবেত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন নবজাতক বিদ্যালয়ের শিক্ষিকারা। ইয়ং নাট্য সংস্থার পক্ষ থেকে জেলার বিশিষ্ট চিত্র সাংবাদিক তাপস বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট সমাজ সেবিকা দীপা মাইতিকে ‘প্রয়াত কাঞ্চন সরকার স্মৃতি স্মারক’ পুরস্কার প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *