
শম্ভুনাথ সেনঃ
জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজ ২৮ জানুয়ারী বীরভূমের নলহাটিতে বিভিন্ন দাবী দাওয়ার ভিত্তিতে জাতীয় সড়ক অবরোধ করে। যদিও যথাশীঘ্র পুলিশ গিয়ে সেই অবরোধ সরিয়ে দেয়। আবাস যোজনায় প্রকৃত প্রাপকদের বাড়ি নির্মাণ,লক্ষ্মীর ভাণ্ডারের মতো বেকার যুবকদের ভাতা প্রদান,সর্বোপরি রাজ্যে শান্তি-শৃঙ্খলার দাবিতে এই মিছিল নলহাটি পুরসভার বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্ব দেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ, প্রদেশ যুবক কংগ্রেস সভাপতি আজাহার মল্লিক, বীরভূম জেলা যুব কংগ্রেস সভাপতি নাসিরুল সেখ সহ দলীয় কর্মী সমর্থকরা। প্রকৃত বাড়ি প্রাপকরা বঞ্চিত হচ্ছে বলে স্লোগান তোলেন দলীয় কর্মীরা। সেইসঙ্গে এদিন প্রতিবাদ ও বিক্ষোভ সভায় তৃণমূলের কাটমানি বন্ধ করার দাবি তোলেন কংগ্রেস।