
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তীর্থক্ষেত্র তারাপীঠে ১২ মাসে ১৩ পার্বণ। এখানে মাতারা কখনো কালী, দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী বা লক্ষ্মী রূপে পূজিতা হন। আজ ২৮ জানুয়ারী মা তারাকে রটন্তী কালী রূপে পুজো করা হয়। পুজো উপলক্ষে তারাপীঠে দূর-দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে। প্রতিদিনের মতো আজ ভোরবেলায় মায়ের মঙ্গল আরতির পর ভক্তদের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। দুপুরে অন্নভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় মাকে রাজ রাজেশ্বরী বেশে সাজিয়ে সন্ধ্যারতি করা হবে। সন্ধ্যা সাড়ে সাতটার পর শুরু হবে অমাবস্যা তিথি। এদিন তারা অঙ্গে রটন্তী কালীপুজো অনুষ্ঠিত হবে। আজকের দিনে মায়ের তিনবার আরতি করা হয়। ভোর বেলায় মঙ্গল আরতি, সন্ধ্যায় সন্ধ্যারতি এবং নিশি রাত্রে অমাবস্যা তিথিতে কালীপুজোর আরতি করা হয়। এই বিশেষ পূজোর দিনে মায়ের বিশেষ ভোগ নিবেদন করা হয়। এই বিশেষ ভোগে থাকে কারণ, খিঁচুড়ি, বলির পাঁঠার মাংস, পায়েস, পাঁচ রকম ভাজা, মিষ্টি ইত্যাদি। এ কথা জানিয়েছেন তারা মায়ের সেবায়েত তারকনাথ রায়।