
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি থানার মিনিস্টিল এলাকায় আজ ২৮ জানুয়ারী গোষ্ঠী দ্বন্দ্বে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে গিয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এই ঘটনায় পুলিশও আক্রান্ত হয়। পুলিশের কলার ধরে মারতে উদ্যত হয় অভিযুক্তরা। জানা গেছে দীর্ঘদিনের জমি বিবাদকে কেন্দ্র করে এই ঘটনা। উল্লেখ্য, আগ্নেয়াস্ত্র নিয়ে দুই গোষ্ঠীর মুখোমুখি সংঘর্ষ বাধে এদিন। শেষ পর্যন্ত পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আহত হন বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুই যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিতে দিতে মিনিস্টিল সংলগ্ন গ্রামের ভিতর ঢুকেছিল এলাকা দখল নিতে। সেই সময় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে ওই যুবকদের। স্থানীয়রা ওই দুই যুবককে পাকড়াও করার পর পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঐ দুই ব্যক্তিকে আটক করতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীদের ধস্তাধস্তি বাধে। পুলিশের সাথে খন্ডযুদ্ধে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। যার ফলে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েক জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এটিকে পারিবারিক ঘটনা বলে জানানো হয়।