
সেখ রিয়াজুদ্দিনঃ
২৭ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং লোকপুর থানার ব্যবস্থাপনায় গ্রহণ করা হয়েছে নানান কর্মসূচির। ঢাকা থাকুক মাথা, সুরক্ষাই শেষ কথা। মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। ইহা আইনতঃ দন্ডনীয় অপরাধ। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। ঘুরছে চাকা ব্যস্ত মন, এখন কেনো কানে ফোন? ইত্যাদি শ্লোগান এবং বক্তব্য সহকারে কথাগুলো জনসমক্ষে তুলে ধরেন থানার বিভিন্ন আধিকারিক গন। এছাড়াও একটি সুসজ্জিত ট্যাবলো, সচেতনতা মূলক শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহযোগে পদযাত্রা বের হয়। সোমবার লোকপুর নীচু বাসষ্ট্যান্ড এবং মঙ্গলবার আলিয়ট চৌরাস্তা মোড় সহ লোকপুর থানার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সচেতনতার বার্তা ছড়ানো হয়। পাশাপাশি এদিন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে লোকপুর থানার বুধপুর মোড়ে স্পীড রেডার গান মেশিনের সাহায্যে যানবাহনের গতিবেগ পরীক্ষা করা হয়। গতিবেগের সীমা লঙ্ঘন করলে তার জরিমানা করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। উল্লেখ্য, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলেও ঘটে বিপত্তি। তাই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেন। যেমন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য চালক নেশাগ্রস্ত মেশিনের সাহায্যে চেকিং। দ্রুত গতিবেগে গাড়ি চালানোর জন্য স্পীড রেডার গান মেশিনের সাহায্যে চেকিং। বিনা হেলমেটে গাড়ি চালানো ইত্যাদি বিষয় গুলোর উপর নজরদারি চালাতে তথা পথ দূর্ঘটনা এড়াতে এরূপ পদক্ষেপ বলে জানা যায়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোকপুর থানার এএসআই নয়ন ঘোষ, আনোয়ার ফারুক খান, অরূপ কুমার দাস এবং দুবরাজপুর থানার ট্রাফিক এএসআই বিপিন চন্দ্র ঘোষ সহ অন্যান্য পুলিশ ও সিভিক ভলিন্টিয়াররা।