
দীপককুমার দাসঃ
২৭ জানুয়ারী রাত দশটা নাগাদ মহঃ বাজার থানার প্যাটেলনগরে একটি গাছের ডাল ভেঙে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ব্যক্তির নাম শ্যামল রায়। বাড়ি রাজ্যধরপুরে। ঐ ব্যক্তি বালিঘাটের সঙ্গে ছিলেন এবং বেশ কয়েকটি ডাম্পারের মালিক। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার সঙ্গী বলরাম দাস।তাকে প্রথমে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। জানা গেছে শ্যামল রায় তার সঙ্গী বলরাম দাসকে বাইকে চাপিয়ে আঙারগড়িয়ার দিক থেকে রাজ্যধরপুরের দিকে আসছিলেন সেই সময় হঠাৎ করেই একটা বটগাছের ডাল ভেঙে পড়ে তাদের উপর। দুজনকেই উদ্ধার করে প্রথমে মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে শ্যামল রায়কে মৃত ঘোষণা করা হয়। আর গুরুতর জখম বলরাম দাসকে সিউড়ী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।