
শম্ভুনাথ সেনঃ
সারা রাজ্যের সাথে বীরভূমেও ২৪ জানুয়ারী থেকে নবম দফার “দুয়ারে সরকার শিবির” শুরু হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে প্রথম শুরু হয়েছে এই দুয়ারে সরকার প্রকল্প। নবম দফার আবেদনপত্র গ্রহণ করা হবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৮ টি দপ্তরের মোট ৩৭ টি প্রকল্পের পরিষেবার সুবিধা নেওয়ার জন্য আবেদন করা যাবে। জমা পরা আবেদনের ভিত্তিতে উপভোক্তাদের সুবিধা প্রদান করা হবে বলে সরকারি সূত্রে খবর। এবারো এই শিবির থেকে জাতিগত, প্রতিবন্ধকতা শংসাপত্র, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, কন্যশ্রী, মেধাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী এবং বাংলা কৃষি সেচ যোজনার আওতায় থাকা ক্ষুদ্র সেচ প্রকল্পে আবেদন সহ মোট ৩৭ টি পরিষেবার সুবিধা পাওয়া যাবে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। বীরভুমের ১৯টি ব্লক ও ৬টি পৌরসভা এলাকাতে শুরু হয়েছে এই নবম দফার দুয়ারে সরকার প্রকল্প। ইলামবাজার ব্লকের জয়দেবে কেন্দুলীর বাউলমঞ্চে আজ ২৯ জানুয়ারী দুয়ারে সরকার প্রকল্পের সেই ছবি ধরা পড়েছে “নয়াপ্রজন্ম” পত্রিকার ওয়েবসাইট এর পাতায়। প্রশাসনের পক্ষ থেকে আগত মানুষজনদের জন্য পানীয় জল বসার সুব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। উপভোক্তরা তাদের আবেদনের ফর্ম নিয়ে জমা দিচ্ছেন সংশ্লিষ্ট টেবিলে। সমস্ত রকম বিশৃঙ্খলা এড়াতে জয়দেব কেন্দুলি পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়।