
দীপককুমার দাসঃ
২৯ জানুয়ারী, বুধবার দীঘলগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে এদিন উপস্থিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী ও অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যতম ব্যবসায়ী টুলু মন্ডল, মহঃ বাজার তৃণমূলের ব্লক সভাপতি কালিপ্রসাদ ব্যানার্জি, মহঃ বাজার থানার ওসি সহ আরো অনেকে। ২৫ তারিখ এই টুর্নামেন্ট শুরু হয়। বুধবার খেলার ফাইনাল অনুষ্ঠিত হল। মোট ১২ টি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তাঁদের মধ্যে ফাইনালে ওঠে ইলামবাজার ঐশী একাদশ ও বোলপুর অন্নপূর্ণা কনস্ট্রাকশন একাদশ। এদিন দুপুর তিনটে নাগাদ এই খেলার উদ্বোধন করতে আসেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। এদিনের খেলায় জয়ী হয় বোলপুর অন্নপূর্ণা কনস্ট্রাকশন একাদশ। তাঁদের হাতে প্রথম পুরস্কার তুলে দেওয়া হয় ১ লক্ষ ৮১ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দল ইলামবাজার ঐশী একাদশের হাতে তুলে দেওয়া হয় ১ লক্ষ ৩১ হাজার টাকা ও ট্রফি।এদিন ফাইনাল খেলা দেখতে বহু ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত ছিলেন।