
দীপককুমার দাসঃ
অজয়পুর স্কুলের সরস্বতী প্রতিমায় প্রতিবছর বিভিন্ন সামাজিক বিষয়কে উপস্থাপন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারে এই স্কুলের সরস্বতী পূজার থিম -অরণ্যের অধিকার। এর আগে বিশ্ব উষ্ণায়ন, বন্যপ্রাণ সংরক্ষণ, জন বিস্ফোরণ, যুদ্ধ নয় শান্তি-এরকম ভাবনাকে প্রতিমা সজ্জায় ফুটিয়ে তুলে চমক দিয়েছে। এবারের প্রতিমায় বৃক্ষ রূপী সরস্বতী। তার গা হাত বেয়ে নেমে এসেছে বট গাছের ঝুরি। দু হাত প্রসারিত করে প্রকৃতি প্রেমিকদের আহ্বান করছেন। তার পায়ের কাছে এক আদিবাসী পুরুষ ও এক আদিবাসী রমণী সেই প্রকৃতি রূপী সরস্বতীর আরাধনায় মগ্ন। সরস্বতীর পিছনে বিভিন্ন গাছের সারি, সবুজের সমারোহ। দেড় মাস ধরে ছাত্রছাত্রীদের নিয়ে এমন নজরকাড়া প্রতিমা তৈরি করেছেন এই স্কুলের শিক্ষক তথা সর্পবিদ, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস। দীনবন্ধু বিশ্বাসের ভাবনাকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে রবিলাল টুডু, ইন্না খাতুন, শঙ্খজিৎ সাহা, সেখ শোহেল, শুভজিৎ, পাপিয়া পাল, কৃষ্ণেন্দু ঘোষ, শিবু ধীবর, শুকদেব মাড্ডিরা। অরণ্যের অধিকার এই থিমের ভাবনায় এবারের প্রতিমা নজর কাড়তে চলেছে সকলের এই বিষয়ে আশাবাদী দীনবন্ধু বিশ্বাস। তিনি বলেন, প্রকৃতিকে বাঁচানোর বার্তা দিতেই এই থিম।