
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছে। সাংবাদিকদের মুখোমুখি প্রকাশ্যে মুখ খুলছেন জেলা পরিষদের সভাধিপতি তথা দলের কোর কমিটির সদস্য ফায়জুল হক। পাল্টা বিবৃতি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ৫ ফেব্রুয়ারি নলহাটিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, “কি বলছে বলুক, তার নাম করে তো আমি তাকে হাইলাইট করবো না। ছোট থেকে আমি দল করি। আজ আমার বয়স ৬৮ বছর হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে আমি তাই করবো। তাতে কারো কিছু যায় আসে না। নাম না করে জেলা সভাধিপতির পাল্টা জবাব অনুব্রত মণ্ডলের। ৫ ফেব্রুয়ারি বীরভূমের নলহাটির চামটিবাগানে পালোয়ান বাবার মাজারে চাদর চাপানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুব্রত মণ্ডল।
উল্লেখ্য, কেষ্ট-কাজলের চাপান উতরের মাঝেই এদিন মাজারে চাদর চাপান অনুব্রত মণ্ডল। বীরভূমের নলহাটির চামটিবাগানে পালোয়ান বাবার মাজারে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে চাদর চাপান তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিনের চাদর চাপানোর উদ্যোগ নিয়েছেন বীরভূমের মুরারই বিধানসভার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা। তাদের উদ্যোগে সাড়া দিয়ে এদিন দুপুরে চামটিবাগান পালোয়ান বাবার মাজারে উপস্থিত হন অনুব্রত মণ্ডল। এরপর তিনি রুমাল দিয়ে মাথা ঢেকে মাজারে চাদর চড়ান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা সহ প্রায় এক হাজার দলীয় কর্মী সমর্থক।