
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে কোন সরকারি লাইব্রেরী নেই। ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা একটি লাইব্রেরীর চতুর্থ বর্ষ প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি ছিল উৎসবমুখর গ্রাম। উল্লেখ্য, এই গ্রামেরই এক ভূমিপুত্র বিজ্ঞানী ড. বিশ্বজিৎ রুজ তাঁর বাবার স্মৃতিতে “কিরিটি ভূষণ স্মৃতি পাঠাগার” গড়ে তুলেছেন বছর চারেক আগেই। আজ এই লাইব্রেরীর উৎসবকে কেন্দ্র করে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সঙ্গে ২০২৪ এর পড়াশুনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন ১৭ জন ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, খয়রাশোল শৈলজানন্দ-ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. ভাস্বতী ঘোষ, বাঁকুড়া জেলার মেজিয়া গভমেন্ট কলেজের অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ। এদিন বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ এই লাইবেরির উন্নয়নে এবং আগামী দিনের পথ চলা ও পরিকল্পনার কথা তুলে ধরেন তার প্রারম্ভিক ভাষণে। এই লাইব্রেরির সঙ্গে মহুলা, চণ্ডীপুর, ডিহিপাড়া, বনবুন্দরা এমন বেশ কয়েকটি গ্রামের পাঠরত পড়ুয়ারা এই লাইব্রেরী থেকে বই নিয়ে পড়াশোনা করে। এদিন বই পড়ার উপকারিতা প্রত্যেক বক্তা ছাত্রদের কাছে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা।
