
শম্ভুনাথ সেনঃ
গরুপাচার এবং আর্থিক তছরুপের মামলায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর নিজের, পরিবারের এবং তার কোম্পানির মিলিয়ে ৩৬ টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে প্রেস বিবৃতি দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে। এখনো পর্যন্ত এই মামলায় প্রায় ৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে গরুপাচার মামলার আগেই তদন্তে নেমেছিল সিবিআই। বিএসএফের প্রাক্তন কর্তা সতীশ শর্মা, গরুপাচারে অভিযুক্ত এনামুল হক, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে ওই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দারা গ্রেপ্তার করে ৷ ধৃতদের জেরা করে ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের বোলপুর নিচুপট্টির বাড়ি থেকে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই।
তাঁর কন্যাকেও গ্রেপ্তার করে গোয়েন্দা দপ্তর। তবে ২ বছর দিল্লির তিহার জেলে বন্দি থাকার পর জামিন পেয়ে বীরভূমের বাড়িতে ফিরেছেন। ইদানিং পুনরায় সক্রিয় রাজনীতিতে নেমেছেন অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং জেলা সভাধিপতি ফায়েজুল হকের ঠাণ্ডা লড়াইয়ে সরগরম বীরভূমের দলীয় রাজনীতি।
