
সেখ রিয়াজুদ্দিনঃ
আমাদের দেশে প্রতি দুই মিনিটে দুজন মানুষের মৃত্যু ঘটছে তামাকজনিত রোগের ফলে। বর্তমানে তামাক পৃথিবীর ৮.৮ শতাংশ মৃত্যু ও ৮.২ শতাংশ রোগজনিত শারীরিক অক্ষমতার কারণ। একটি বিড়ি বা সিগারেট জীবনের মূল্যবান ৮ মিনিট সময় কেড়ে নেয়। হ্যাঁ, সেসমস্ত ক্ষতিকারক দিক গুলো তুলে ধরা হয় এক আলোচনা সভার মাধ্যমে। শুক্রবার লোকপুর থানার সভাকক্ষে স্থানীয় থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সভায় বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর পক্ষে অনির্বাণ ঘোষ এবং সমাজসেবী মহম্মদ সালাউদ্দিন তামাক সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন। তামাক জাতীয় দ্রব্য কিভাবে আমাদের সমাজে ক্ষতি করছে সেই নিয়ে স্বাস্থ্য সম্মত সতর্কবার্তা তুলে ধরা হয়। COPTA Act-2003 কে ভালোভাবে আইনি প্রয়োগের বিষয়েও আলোচনা হয় এতে পুলিশ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের অফিসার, স্কুল কলেজের প্রধান শিক্ষক সহ অন্যান্য দপ্তরে আধিকারিক গণ এই আইন প্রয়োগ করতে পারেন এবং জরিমানা আদায় করতে পারেন বলে জানানো হয় আলোচনা সভা থেকে। কোন পাবলিক প্লেসে ধূমপান, গুটকা সেবন ইত্যাদি তামাক জাতীয় দ্রব্যের জন্য একটা আইনবিরোধী কাজ। প্রতিদিন প্রতি মাসে প্রতি বছর অসংখ্য মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে বা অন্য আরও কিছু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং যা থেকে বহু মানুষের মৃত্যু ঘটছে বলে এক পরিসংখ্যা দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর প্রতিনিধি অনির্বাণ ঘোষ,লোকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ কুমার ঘোষ, সমাজসেবী মহম্মদ সালাউদ্দিন।