
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের গোরসা গ্রাম পঞ্চায়েতের বাঁধাইপুর গ্রামে পোঁতা ধানখেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সকালবেলায় মাঠে যাওয়ার সময় এলাকার মানুষ ঐ ব্যক্তিকে ধানের জমিতে কাদায় পোঁতা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় মুরারই থানায় খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভমেন্ট হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির বাড়ির লোকেদের বক্তব্য গতকাল সন্ধ্যাবেলায় কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সারা রাত বাড়ি ফেরেনি। ৯ ফেব্রুয়ারি সকালবেলায় তাকে ধান জমিতে কাদার মধ্যে মৃত অবস্থায় দেখতে পায়। মৃত ব্যক্তির নাম নাম মিঠুন রাজবংশী (৪১)। তাকে খুন করা হয়েছে বলে তার স্ত্রী রূপসী রাজবংশীর অভিযোগ। পুলিশি তদন্ত শুরু হয়েছে। এখনো কাউকে খুনী হিসেবে চিহ্নিত করা যায়নি।