
শম্ভুনাথ সেনঃ
রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা আজ ১০ ফেব্রুয়ারী, সোমবার থেকে শুরু হল। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। একইসঙ্গে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষাও আজ শুরু হয়েছে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা ঘিরে সকাল থেকেই বীরভূমে তৎপর জেলা প্রশাসন। ভোর থেকেই সরকারি পরিবহণ চালু করে দেওয়া হয়। সিউড়ি হাটজনবাজার সরকারী বাস ডিপো সূত্রে খবর আজ একটি বাস বাড়তি দেওয়া হয়েছে। ছাত্ররা হাত দেখালেই বাস দাঁড়িয়ে যাবে। পরীক্ষার্থীরা যাতে কোনও অসুবিধায় না পড়ে তারজন্য জেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। উল্লেখ্য, বীরভূমে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭৩০০ জন। ছাত্র-২২০৭৩ জন, ছাত্রী-২৫২২৭ জন। এবারও ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যায় বেশি। জেলায় মোট ১২৯টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জেলা শিক্ষা দপ্তর সূত্রে খবর। তাদের মধ্যে প্রধান কেন্দ্র ৩৮ টি এবং সহায়ক কেন্দ্র ৯১ টি। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ছিল নজর কারা ভিড়। পরীক্ষার্থীরা সকাল ১০টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। প্রশ্নপত্র বিতরণ করা হয় ১০টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিঃ সময় দেওয়া হয়। পরীক্ষা শুরু হয় সকাল ১১টায় এবং তা চলে দুপুর ২টা পর্যন্ত।
