মন্দিরা নৃত্য কলার শাস্ত্রীয় সন্ধ্যা

দীপককুমার দাসঃ

৮ জানুয়ারী, শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে মন্দিরা নৃত্য কলার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সন্ধ্যা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, নৃত্য গুরু সুলক্ষনা চ্যাটার্জী, চিত্র সাংবাদিক তাপস বন্দ্যোপাধ্যায়, সংগঠক তথা সাংবাদিক মৃণালজিৎ গোস্বামী প্রমুখ। এরপর” কত্থক যাত্রা “নামাঙ্কিত অনুষ্ঠানের সূচনা হয়।

মন্দিরা নৃত্য কলার বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা মন্দিরা মিত্রের নৃত্য পরিচালনায় বিভিন্ন শাস্ত্রীয় নৃত্যের তালে তালে অনবদ্য শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। কন্ঠে ছিলেন সঙ্গীত শিল্পী ইন্দ্রনীল দত্ত, তবলায় সঙ্গত করেন অজয় কর্মকার ও সুব্রত সরকার, এসরাজে সঙ্গত করেন শান্তনু সরকার।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অনিন্দ্য সুন্দর রায় ও পৌলমী ঘোষ। মন্দিরা নৃত্য কলার কর্ণধার মন্দিরা মিত্র জানান, মন্দিরা নৃত্য কলার ২০তম বর্ষপূর্তি উপলক্ষে শাস্ত্রীয় নৃত্য কত্থক নৃত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ঝাঁপতাল, তারাণা, ত্রিতাল, ভজনপল্লী সহ বিভিন্ন তালের সঙ্গে কত্থক নৃত্য পরিবেশন করে। এদিন প্রায় ৬০জন নৃত্য শিল্পী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *