
শম্ভুনাথ সেনঃ

লাল চন্দন কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল চার দুষ্কৃতি। পুলিশ সূত্রে আজ ১০ ফেব্রুয়ারি জানা যায় গতকাল গভীর রাতে রামপুরহাট থানার হস্তিকাঁদা গ্রামের একটি জঙ্গলে দুটি লালচন্দন গাছ কেটে ফেলেছিল বেশ কয়েকজন দুষ্কৃতী।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক্টর একটি মোটর বাইক ও একটি চারচাকা গাড়ি। রামপুরহাট থানার পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে চারজন দুষ্কৃতিকে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
