
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর বাঁধগোড়া এলাকায় শ্রীনিকেতন রোডের উপর হঠাৎই “সাঁঝবাতি” নামে একটি আবাসনে আগুন লাগে ৷ দ্বিতল থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগে খবর দেয়৷ প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে ৷ দেখা যায় আবাসনে বেশ কয়েকজন আটকে ছিল৷ পরে দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে৷ দমকলের কাছে বড় কোনো ল্যাডার না থাকায় বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা৷ এই ঘটনায় স্বপন নন্দী (৬৮) ও অঞ্জু নন্দী (৬২) নামে দুজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই শিশু সহ আহত হয়েছে ৫ জন।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, এসি ব্লাস্ট করে এই আগুন লাগে ৷ আবাসনের নীচে থাকা স্কুটিতে আগুন ধরে যায়৷ ফলে আগুন দ্রুত ছড়িয়ে পরে৷ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বীরভূম জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় ও বোলপুর এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। বোলপুর দমকল বিভাগের ওসি সৌরভ মণ্ডলের নেতৃত্বে দমকলকর্মীরা আগুন আয়ত্বে আনার চেষ্টা করছে৷ এই বিধ্বংসী আগুন লাগার ঘটনায় কার্যত অবরুদ্ধ শ্রীনিকেতন রোড। অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বোলপুর) রাণা মুখোপাধ্যায় বলেন, “খবর পেয়ে পুলিশ ও দমকল ৬০ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ৫ জন আশঙ্কা জনক৷ শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে৷