বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের ১২৪ তম জন্মতিথি উদযাপন অনুষ্ঠান

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ ১৪ ফেব্রুয়ারি ঠাকুর সত্যানন্দদেবের ১২৪ তম জন্মতিথি ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। ভোরে উষা কীর্তন, বিশেষ পুজো পাঠ, নাম সংকীর্তন ও বিশ্ব কল্যাণ যজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত রামকৃষ্ণ অনুরাগী ভক্ত পুণ্যার্থীরা হোমের শিখায় যজ্ঞাহুতি দেন।

দুপুরে অনুষ্ঠিত হয় ভক্ত সেবা। সন্ধ্যায় ঠাকুর সত্যানন্দদেবের জীবনবেদ আলোচিত হয়। উল্লেখ্য, ঠাকুর সত্যানন্দদেব ১৯০২ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এমন এক কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। তারিখটা ছিল ২ ফেব্রুয়ারি। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন পৈত্রিক ভূমি বীরভূমের সদর সিউড়িতে। ১৯২১ সালে শ্রীরামকৃষ্ণের প্রধান সন্ন্যাসী স্বামী অভেদানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষিত হন। ১৯৩৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। স্বামী সত্যানন্দদেবের দর্শন, সংগীত, নাটক সাহিত্য, ধর্ম পুস্তকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য।

ঠাকুরের জীবন সাধনার মূলমন্ত্র ছিল ভালবাসা, পবিত্রতা, তপস্যা, সেবা এবং শ্রীরামকৃষ্ণের সমন্বয় ভাব প্রচার। ১৯৬৯ সালের ৫ আগস্ট বিকেল ৫. ২৫ মিনিটে মাত্র ৬৮ বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণলোকে গমন করেন। এদিন কলকাতা বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম সহ বীরভূমের পণ্ডিতপুর বাতিকার, সিউড়ি, নরসিংহপুর এমন বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দদেবের জন্মতিথি যথোচিত শ্রদ্ধায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।একথা নয়াপ্রজন্মকে জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *