
শম্ভুনাথ সেনঃ
ড্রেনের জল ঢুকে যাওয়ায় অন্তত ৭ দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে বীরভূমের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালের এক্স রে মেশিন। সমস্যায় পড়েছেন রোগী সেইসঙ্গে তার পরিবারের লোকজনেরা। উল্লেখ্য,রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে এম এস ভি পি পলাশ দাস সাংবাদিকদের জানিয়েছেন,”আমরা লিখিত ভাবে স্বাস্থ্য ভবনে জানিয়েছি।দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, হাসপাতালের একটি জরুরি বিভাগ এক্স-রে। ছ’দিন ধরে পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন রোগীরা। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় আবুল বাসার বলেন, এক্স করার জন্য এসেছিলাম কিন্তু মেশিন বন্ধ হয়ে পড়ে আছে। কি আর করব! আমরা গরীব মানুষ। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বাইরে গিয়ে টাকা খরচা করে এক্সরে করতে হবে। রোগীদের হয়রানি যাতে বন্ধ হয় সেই জন্য কর্তৃপক্ষের কাছে খুব তাড়াতাড়ি এক্সরে মেশিন চালু করার আবেদন জানান তিনি।
