
দীপককুমার দাসঃ
মহঃ বাজার থানার গণপুরের ম্যানেজার পাড়ায় এক আদিবাসী মহিলা ও তার দুই সন্তানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়ালো শুক্রবার। শুক্রবার সকালে নিজের ঘরের মধ্যে দেহগুলি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। উদ্ধার করা হয়েছে দুই সন্তানের মা লক্ষ্মী মার্ডি(২৫)ও তার মেয়ে রূপালী ও ছেলে অভিজিৎ এর দেহ। তাদের দেহে আঘাতের চিহ্ন ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খাটের উপর পড়ে ছিল ঐ মহিলা ও তার মেয়ে রূপালীর দেহ। খাটের নিচে পড়ে ছিল ঐ মহিলার আট বছরের ছেলে অভিজিৎ এর দেহ। ঐ মহিলার স্বামী দুর্গাপুরে শ্রমিকের কাজ করেন।

দোষীদের গ্রেফতার ও পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরুর দাবি জানিয়ে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে পথ অবরোধ করে বিজেপি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার আমনদীপ। দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পথ অবরোধ উঠে। এরপর মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
