
উত্তম মণ্ডলঃ
সুফি ক্ষেত্র রাজনগর। বহু সুফি সাধক এসেছেন রাজনগরে। জাতিধর্মনির্বিশেষে আজও তাঁরা এলাকার মানুষের হৃদয়ে বিরাজ করছেন। তেমনি এক সুফি সাধক সাপ্পার সাহেব। প্রতি বছরের মতো এবারও আজ ৮ফাল্গুন রাজনগর পঞ্চায়েত মোড়ের সামনে তাঁর মাজারে শ্রদ্ধার সঙ্গে চাদর ও সিন্নি চড়িয়ে পালিত হয় তাঁর ঊরূস উৎসব। হাজির ছিলেন মহম্মদ শরীফ, সেখ কওসরসহ এলাকার বিভিন্ন বিশিষ্টজনেরা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান মহম্মদ শরীফ।