
শম্ভুনাথ সেনঃ
২০২৬ এর বিধানসভা কে সামনে রেখে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের এক প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয়। আজ ২১ ফেব্রুয়ারি বিকেল ৫ টে নাগাদ কেন্দুলির সরকারি বাউল মঞ্চে এই জনসভায় উপচে পড়ে মানুষের ভিড়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর লোকসভার তৃণমূলের সাংসদ অসিত কুমার মাল। আগামী ২০২৬ এর বিধানসভা কে লক্ষ্য করে তিনি বক্তব্য রাখেন। তুলে ধরেন তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। এছাড়া এই জনসভায় বক্তব্য তুলে ধরেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা রবি মুর্মু , ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায় প্রমুখ। ২০২৬ এর বিধানসভার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মকর্তারা সাধারণ মানুষের সামনে বার্তা তুলে ধরেন। এই বিরাট জনসভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।
