
দীপককুমার দাসঃ
শনিবার মহঃ বাজার থানার ডেউচা ব্রীজে দ্বারকা নদীর জলে বস্তাবন্দি এক মহিলার দেহ ভেসে ওঠে। আর তা দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহঃ বাজার থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। কেন ঐ মহিলাকে খুন করে বস্তাবন্দি করে নদীর জলে ফেলা হলো তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।