
সনাতন সৌঃ
সিউড়ি সবুজের অভিযানের উদ্যোগে ও নবজাতক বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় বসুন্ধরা মঞ্চে এক মজাদার জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানের শুরুতেই নবজাতক বিদ্যালয়ের শিক্ষিকা সঙ্গীতা দত্ত এক সুন্দর নৃত্য পরিবেশন করলেন। শরীর ও মন সুস্থ রাখার জন্য এক অভিনব কায়দায় কয়েকটি যোগাসন দেখালেন নেভা দাস। স্বাগত ভাষণ দেন নবজাতক বিদ্যালয়ের পক্ষে জবা সরকার।

প্রতিবেদক সনাতন সৌ শিশুদের নিয়ে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর প্রখ্যাত জাদুকর নুরুল ইসলাম বাচ্চাদের মনে আনন্দ দিতে কয়েকটি মজাদার জাদু প্রদর্শনী দেখালেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকাসন থেকে একে একে বাচ্চাদের মঞ্চে উঠিয়ে তিনি হাতে কলমে অভিনব কায়দায় শিক্ষামূলক রহস্যময় জাদু প্রদর্শনী দেখালেন। এতে দর্শকরা দারুন আনন্দ উপভোগ করলো। বিশেষ করে বাচ্চারা এই জাদু দেখে খুব খুশি হয়েছে। উপস্থিত দর্শকেরা জাদুকরকে করতালি দিয়ে উষ্ণ অভিনন্দন জানালো।
